হাসপাতাল ছাড়লেন ডিপজল

সুরমা টাইমস ডেস্ক:: হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার কন্যা অলিজা মনোয়ার রোববার বিকেলে ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানিয়েছেন, তার বাবা বাসাতে ফিরেছেন। এখন তিনি বিশ্রামে আছেন। আর তিন সপ্তাহ পরে বাবার হার্টের পরবর্তী চিকিৎসা শুরু হবে। এ সময়টাতে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তির পর গত ২৫শে সেপ্টেম্বর অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টে রিং লাগানো হয়। হাসপাতালে তার সাথে আছেন কন্যা অলিজা মনোয়ার ও স্ত্রী জবা।

এর আগে গত ২০শে সেপ্টেম্বর, বুধবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর সকালের দিকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করানো হয়। তার ফুসফুসে পানি জমেছিল। চিকিৎসকদের পরামর্শে সেদিনই বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে সিঙ্গাপুর নেয়া হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hHFWVH

October 02, 2017 at 11:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top