পচেফস্ট্রুম, ০২ অক্টোবর- বিস্ময় দিয়ে জাতীয় দলের ক্যারিয়ার শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে স্পিন আক্রমণের প্রধান দায়িত্ব তার কাঁধেই। আর এই সিরিজেই এক লজ্জার রেকর্ডের অংশ হলেন এই ডানহাতি অফ স্পিনার। ১০ টেস্ট খেলা মিরাজ প্রথমবারের মতো কোনও টেস্টে উইকেটশূন্য রইলেন। শুধু তাই নয়, সবচেয়ে বেশি রান দিয়ে উইকেটশূন্য থাকার বিব্রতকর রেকর্ডের তিন নম্বরে এখন মিরাজের নাম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রুম টেস্টের প্রথম ইনিংসে ৫৬ ওভারে ১৭৮ রান দিয়ে একটিও উইকেট পাননি মিরাজ। দ্বিতীয় ইনিংসে ১১ ওভারে ৬৯ রান দিয়েও ছিলেন উইকেটশূন্য। দুই ইনিংস মিলিয়ে ২৪৭ রান দিয়েও কোন উইকেট পাননি এই স্পিনিং অলরাউন্ডার। এই লজ্জার রেকর্ডের তালিকায় প্রথমে আছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে ২৬০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। পাশাপাশি ভেঙেছিলেন ৫৪ বছর আগের রেকর্ড! ১৯৫৮ সালে পাকিস্তানি পেসার খান মোহাম্মদ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে ২৫৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। মিরাজের পরে চতুর্থ স্থানে আছেন আরেক দক্ষিণ আফ্রিকান স্পিনার নিকি বোয়ে। ২০০৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে এক ইনিংসেই ৬৫ ওভার বল করে ২২১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। এই লজ্জার রেকর্ডে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মিরাজই প্রথম। আর/১৭:১৪/০২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2x9FxNZ
October 02, 2017 at 11:46PM
02 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top