পদ্মা নদী থেকে ফেনসিডিলসহ নৌকা আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী ৪নং বেড়িবাঁধ এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮৭৫ বোতল ফেনসিডিলসহ একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জে ৯’বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক এস এম মাহমুদ হাসান বুধবার এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে নায়েব সুবেদার কেরামত আলীর নেতৃত্তে বাখের আলী সীমান্ত চৌকি’র একটি টহল দল ৪নং বেড়িবাঁধ এলাকায় পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকা থেকে ৮৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। জব্দকৃত ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ও নৌকা শুল্ক দপ্তরে জমা করার প্রক্রিয়া চলছে বলেও জানান ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদ।

চাঁপাইবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-১০-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2yXE6Eo

October 04, 2017 at 08:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top