প্রবাস ফেতর যুবককে মেরে আহত করলো পুলিশ

মাহফুজ নান্টু ● সময় বিকেল তিনটা। বাড়ীর পাশে পুকুর ঘাটে বসে ছিলেন ইতালি থেকে ছুটিতে দেশে আসা যুবক নায়িবুল। এ সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা তার বাড়ীর পাশে পুকুর পাড়ে একজন মাদক ব্যবসায়ীকে নিয়ে এসে টাকা ভাগবাটোয়ারা করা শুরু করেন। এ সময় এক পুলিশ সদস্য নায়িবুলকে পুকুরপাড় থেকে চলে যেতে বলে। কিন্তু পুলিশের কথামতো ঘটনাস্থল থেকে না যাওয়ার অপরাধে ওই যুবককে শারিরীক ভাবে আঘাত করে আহত করে পুলিশ সদস্যরা।

ঘটনাটি ঘটছে বুধবার বিকেল সাড়ে ৩ টায় বুড়িচং উপজেলার চড়ানল গ্রামের বড় বাড়ী মসজিদের সামনে।

আহত যুবক ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেল সাড়ে ৩ টায় বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের তমিজুল হকের ছেলে মোঃ নায়িবুল (২৪) তাঁর বাড়ীর সামনে রাস্তার পার্শ্বে মসজিদের ঘটলায় বসে ছিল। এসময় পার্শ্ববতী এলাকার মোঃ হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী রুবেল (৩০)’কে অন্যত্র থেকে আটক করে বুড়িচং থানার এস আই আবু বক্কর সিএনজি যোগে পুকুর পাড়ে আসে। পুলিশ ও মাদক ব্যসায়ীর মধ্যে রফাদফার ঘটনাটি নায়িবুল পুকুরের ঘটলায় বসে দেখছিল।

এসময় পুলিশ নায়িবুল’কে পুকুরের ঘটলা থেকে চলে যেতে বলে। নায়িবুল পুলিশের কথা না শুনে তাদের কর্মকান্ড দেখছিল। এতে পুলিশ নায়িবুলের উপর চড়াও হয় এবং দ্রুত স্থান ত্যাগ করার জন্য বলে। নায়িবুল বলে আমি আমার বাড়ীর সামনে আছি, আর কোথায় যাব। এসময় এস আই আবু বক্করসহ দু’তিন জন পুলিশ ক্ষিপ্ত হয়ে নায়িবুলকে চড় থাপ্পর মারতে থাকে, পুলিশের আঘাতে নায়িবুল মাটিতে লুটিয়ে পাড়ে। স্থানীয় তাহিজ উদ্দিনসহ কিছু লোকজন ঘটনাটি দেখতে পেয়ে দৌড়ে এসে পুলিশের হাত থেকে নায়িবুলকে উদ্ধার করে। পরে পুলিশ টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ী রুবেল’কে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে চলে আসে।

এমন ঘটনায় নায়িবুলের বড় ভাই আজাদ মোবাইল ফোনে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার দে কে জানালে তিনি বিষয়টি সমাধান করে দিবেন বলে আশ্বাস দেন।

এ বিষয়ে এস আই আবু বক্করের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি জানান, ওয়ারেন্ট ভূক্ত কিছু আসামীকে গ্রেফতার করার জন্য ওই এলাকায় গেলে, নায়িবুল পুলিশের কাজে বাঁধা প্রদান করে। এতে তাঁর সাথে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়দের অনুরোধে তাঁকে ছেড়ে দেয়া হয়। না হয় আটক করে থানায় নিয়ে আসা হতো।

নায়িবুলের বড় ভাই এ.কে আজাদ জানান, তাঁর ভাই ছোট থেকেই ইতালীতে বড় হয়েছে, সে ইতালীর নাগরিত্ব পেয়েছে, সে ভাল ভাবে বাংলায় কথাও বলতে পাড়ে না। গত আগষ্ট মাসের ২৫ তারিখ আমার ছোট ভাই ৭ বছর পর দেশে এসেছে। পুলিশের কর্মকান্ড দেখে ফেলায় পুলিশ তাঁকে অন্যায় ভাবে মারধর করেছে।

The post প্রবাস ফেতর যুবককে মেরে আহত করলো পুলিশ appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2yOea01

October 26, 2017 at 12:03AM
26 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top