চৌদ্দগ্রাম প্রতিনিধি ● রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক বলেছেন, বাংলাদেশ আজ স্বাধীন। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশ ছিল পরাধীন। পাকিস্তানীদের শোষণ নির্যাতনের প্রতিবাদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল। আর সেই দেশে প্রধানমন্ত্রী হচ্ছেন তাঁরই কণ্যা জননেত্রী শেখ হাসিনা। দেশের সকল সেক্টরে উন্নয়নের ধারাবাহিকতা বয়ে যাচ্ছে, তা বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
মন্ত্রী রোহিঙ্গা প্রসঙ্গে বলেন, শেখ হাসিনার কারণে রোহিঙ্গারা আজ বাংলাদেশে আশ্রয় নিতে পারছে। তিনি রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে বাসস্থান ও খাবারের ব্যবস্থা করেছেন।এজন্য তিনি বিশ্বের কাছে প্রশংসিত হয়েছেন। এ ধারা অব্যাহত থাকবে। শেখ হাসিনার এ উদ্যোগের জন্য বিশ্ববাসী তাকে অভিনন্দন জানিয়েছে। ইনশাআল্লাহ, আগামীতে তিনি শান্তিতে নোবেল প্রাইজ পাবেন বলে আমরা আশাবাদী। মন্ত্রী আরও বলেন, বিএনপি-জামায়াত শুধু রোহিঙ্গাদের কথা মুখে বলে। তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে চায় না।
মন্ত্রী শনিবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি দিপন দেবনাথ।
উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা আ’লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগের প্রভাবশালী নেতা জিএম হোসেন মীরু, আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহবায়ক চেয়ারম্যান শাহজালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
The post শেখ হাসিনা শান্তির জন্য বিশ্বেবাসীর কাছে প্রশংসিত —রেলমন্ত্রী appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2y72Xam
October 07, 2017 at 09:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন