প্রয়াসের উদ্যোগে গবাদি প্রাণীকে টিকা প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-৩’র অধীন বিভিন্ন সমিতির সদস্যদের গবাদি প্রাণীকে টিকা প্রদান করা হয়েছে। একই সময় তাদের মাঝে কৃমিনাশক ট্যাবলেটও বিতরণ করা হয়। এর মধ্যে ৯৭টি গরুকে তড়কা রোগের, ৯৮ টি ছোট মুরগিকে বিসিআরডিভি ও ১৯০টি বড় মুরগিকে আরডিভি, ৯৯টি হাঁসকে ডাকপ্লেগ এবং ১৯০টি ছাগলকে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়। অন্যদিকে ১৭০টি গরু ও ১৮০টি ছাগলের জন্য কৃমিনাশক ট্যাবলেট বিতরণ করা হয়। প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির ইউপিপি উজ্জীবিত প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
গত কাল সোমবার প্রয়াসের ইউনিট-৩ ছত্রাজিতপুর কার্যালয়ে টিকা প্রদান ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ছত্রাজিতপুর ইউনিট-৩’র ব্যবস্থাপক শামীমুল হক, প্রোগ্রাম অফিসার (টেকনিক্যাল) জুবাইদুর আলম ও রুহুল আমিন, প্রোগ্রাম অফিসার (সোসাল) আব্দুর রহমান ও ফারুক হোসেন এবং অফিসার কার্যক্রম আশরাফুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১০-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2A2bSZN

October 30, 2017 at 02:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top