তিন টাকায় ডিম বিক্রিতে বিশৃঙ্খলা, পুলিশের লাঠিপেটা !

সুরমা টাইমস ডেস্ক:: বিশৃঙ্খলার কারণে প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিলের (বিপিআইসিসি) তিন টাকায় ডিম বিক্রি বন্ধ করে দিতে হয়েছে।

ক্ষুব্ধ ক্রেতাদের থামাতে পুলিশকে লাঠিপেটাও করতে হয়। এ নিয়ে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। সকাল ১০টায় ডিম বিক্রি শুরুর করার কথা থাকলেও অতিরিক্ত ক্রেতার চাপে সকাল সাড়ে ৯টার দিকেই বিক্রি শুরু হয়। কিন্তু বিশৃঙ্খলার কারণে মাত্র ২০ মিনিটের মাথায় বিক্রি বন্ধ করে দিতে হয়।

যমুনা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, অনেক ক্রেতাই টাকা দিয়ে বিশৃঙ্খলার কারণে ডিম কিনতে পারেননি। আবার বিক্ষুব্ধ অনেকেই ডিম কিনতে না পারায়, যারা ডিম কিনেছেন তাদের ডিম ভেঙে দিয়েছেন।

আয়োজকরা বলছেন, আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ক্রেতা সমাগম হয়েছিল। যে কারণে সমস্যাটি তৈরি হয়েছে। আমরা আসলে ছোটপরিসরে একটি উদ্যোগ নিয়েছিলাম। এটা থেকে আমরা শিক্ষা নিলাম। পরবর্তীতে আশা করি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসিসি) শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ১২ টাকা হালি ডিম বিক্রি করার ঘোষণা দেয়।

সুলভ মূল্যের এই ডিম কিনতে সকাল থেকেই লাইন ধরে দাঁড়িয়ে যান ক্রেতারা।

সকাল ৯টার আগেই এ লাইন দুই কিলোমিটারের বেশি ছাড়িয়ে যায়। অনেকেই স্ত্রী, ছেলেসন্তানকে নিয়ে লাইনে দাঁড়িয়ে যান।

আগে এলে আগে পাবেন ভিত্তিতে ডিম দেয়া হয়। একজন ক্রেতা সর্বোচ্চ ৯০টি পর্যন্ত ডিম কিনতে পারবেন বলে জানানো হয়।

১৩ই অক্টোবর বিশ্ব ডিম দিবস উপলক্ষে বিশেষ মূল্য ছাড়ে ডিম বিক্রির এ উদ্যোগ নেয়া হয়।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে। এ বছর ৪০টিরও বেশি দেশ ডিম দিবস পালন করছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hEGUhD

October 13, 2017 at 09:14PM
13 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top