বিশ্ব ফুটবলের অন্যতম জনপ্রিয় দল বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাঁচা মরার লড়াইটা জিতল আর্জেন্টিনা।দলটির বিশ্বকাপের মত বড় আসরে খেলতে না পারার শঙ্কা কেটে গেল তাতে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে এভাবেই মরতে মরতে বেঁচে গেছে অনেক ফেভারিট দল, কেউবা আবার মাঠ ছেড়েছে বাদ পড়ার কষ্ট নিয়ে, কেউ তাকিয়ে আছে প্লে-অফের দিকে। রাশিয়ার অবশ্য এমন দুশ্চিন্তা নেই। স্বাগতিক হিসেবে তারা সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকিদের মধ্য থেকে বাছাইপর্বের ধাপ পেরিয়ে মূলপর্বে জায়গা করে নেবে মোট ৩১টি দল। এখন পর্যন্ত রাশিয়াসহ মোট ২৩টি দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে। বাকি রয়েছে ৯টি দল। ছয়টি কনফেডারেনস থেকে বাছাইপর্ব পেরিয়ে মূলপর্বে জায়গা করে নেয়া দলগুলো হলো: এশিয়া (এএফসি): ইরান, জাপান, দক্ষিণ কোরিয়া ও সৌদি আরব। ইউরোপ (উয়েফা): বেলজিয়াম, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আইসল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া ও স্পেন। আফ্রিকা (সিএএফ): মিসর ও নাইজেরিয়া। কনকাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান): কোস্টারিকা, মেক্সিকো ও পানামা। দক্ষিণ আমেরিকা (কনমেবল): ব্রাজিল, উরুগুয়ে, আর্জেন্টিনা ও কলম্বিয়া। সূত্রঃ জাগোনিউজ২৪.কম আর/১৪:১৪/১১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gu5K4j
October 11, 2017 at 08:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top