আধার মামলায় সুপ্রিমকোর্টের প্রশ্নের মুখে রাজ্য

নয়াদিল্লি, ৩০ অক্টোবরঃ জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে আধারের বৈধতা নিয়ে সুপ্রিমকোর্টের প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকারের পিটিশন। সুপ্রিমকোর্টের প্রশ্ন সংসদে পাস হওয়া কোনো আইনকে রাজ্য সরকার কীভাবে চ্যালেঞ্জ করে। এরপর বিধানসভায় পাশ হওয়া আইন কেন্দ্রও চ্যালেঞ্জ করতে পারে বলে মন্তব্য আদালতের।

বিচারপতি একে সিক্রি ও অশোক ভূষণের বেঞ্চ বলেছে, ‘আধার নিয়ে বিতর্ক অবশ্যই খুঁটিয়ে দেখতে হবে। তবে সংসদে পাশ হওয়া আইনকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য পিটিশন দায়ের করতে পারে না।’ এই আবেদন মেনে নেওয়া সম্ভব নয়।

আদালত আরও জানিয়েছে, যদি কোনো সমস্যা হয় তবে ব্যক্তি হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পিটিশন দাখিল করেত পারেন। কিন্তু রাজ্য সরকার তা করতে পারেনা। মুখ্যমন্ত্রীর আবেদনকে রাজ্য এক নাগরিকের পিটিশন হিসেবে ধরা হলে সেই মামলার শুনানি করা হবে।

মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তির বিষয়ে কেন্দ্র যে নির্দেশিকা দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে পিটিশন দাখিল করা হয়েছিল। সেবিষয়ে এদিন কেন্দ্রকে নোটিশ দেয় সুপ্রিমকোর্ট। ৪ সপ্তাহের মধ্যে সেই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2gLfdDQ

October 30, 2017 at 01:47PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top