সুরমা টাইমস ডেস্ক:: অবশেষে নিয়মভঙ্গের অভিযোগে বাংলাদেশের সেরা সুন্দরীর খেতাব খোয়ালেন চট্টগ্রামের মেয়ে জান্নাতুল নাঈম এভ্রিল। তার জায়গায় মিস ওয়াল্ড প্রতিযোগিতায় অংশ নিতে চীনে যাচ্ছেন প্রথম রানার্স আপ জেসিয়া ইসলাম।
বুধবার (০৪ঠা অক্টোবর) রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এভ্রিলকে বাদ দিয়ে জেসিকার নাম ঘোষণা করে কর্তৃপক্ষ। এসময় নয়া বিজয়ী হিসেবে জেসিকার মাথায় মিস ওয়াল্ড বাংলাদেশ’ মুকুট পরিয়ে দেয়া হয়।
এর আগে গত ২৯শে সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুট পরিয়ে দেয়া হয় গ্র্যান্ড ফিনালে বিজয়ী জান্নাতুল সুমাইয়ার মাথায়।
পরে জানা যায়, বিচারকদের দেয়া নামের তোয়াক্কা না করেই প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী মাইক্রোফোন হাতে এভ্রিলের নাম ঘোষণা করেছিলেন।
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে এভ্রিলের নাম ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিতর্কের ঝড় উঠে।
কারণ, নিয়ম অনুযায়ী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। কিন্তু এভ্রিল তার বিয়ের কথা গোপন করে প্রতিযোগিতায় অংশ নেন।
এর পর মঙ্গলবার ফেসবুক লাইভে এসে সব সত্য স্বীকার করেন এভ্রিল। বলেন, তার কোনও আক্ষেপ নেই। কর্তৃপক্ষ চাইলে তিনি মুকুট ত্যাগ করতে প্রস্তুত। এসময় একজন নারী হিসেবে তার জীবন সংগ্রামের নানা দিক নিয়েও কথা বলেন এভ্রিল।
এমন পরিস্থিতিতে অনেক জায়গায় এভ্রিলের নামসহ কাগজপত্র পাঠিয়ে দেয়া হয়। তাই এগুলো সংশোধন করা কঠিন হবে উল্লেখ করে এভ্রিলকে বাদ দেয়া হচ্ছে না বলে মঙ্গলবার দুপুরেই অনুষ্ঠানটির আয়োজক অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্ট নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান।
তবে শেষ পর্যন্ত তাদের ধারণাও পাল্টে গেল। বাদ পড়লেন পরিচয় গোপন করা এভ্রিল। তাই এখন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজকরা এভ্রিলের পরিবর্তে জেসিকাকেই চীনে পাঠাবে মূলমঞ্চে পারফর্ম করার জন্য। আগামী ১৮ই নভেম্বর চীনের সানাইয়া শহরে অনুষ্ঠেয় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন দেশের সদ্য নির্বাচিত এই সেরা সুন্দরী।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xh7i7l
October 04, 2017 at 10:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন