কুয়ালালামপুর, ২১ অক্টোবর- মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের পেনাং প্রদেশে স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে আটটার দিকে জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকায় নির্মাণাধীন একটি সাইটে ভূমিধসে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশিসহ অন্তত ১১ জন নিখোঁজ রয়েছেন। খবর রয়টার্সের। নিহতদের মধ্যে দুইজন ইন্দোনেশিয়ার এবং একজন মিয়ানমারের নাগরিক বলে দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশের নাগরিক রয়েছেন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তথ্যসূত্র: ঢাকাটাইমস এআর/১৫:৫০/২১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2grEO4B
October 21, 2017 at 09:52PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top