নয়াদিল্লি, ২৭ অক্টোবরঃ হাতের মুঠোয় গোটা জগত্। এযুগে ডিকশনারি খুঁজে কোনো শব্দের অর্থ বের করা নেহাতই সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। কারন ইন্টারনেট ঘাটলে নিমেষেই বের হয় হাজারও শব্দের ভান্ডার। কিন্তু যতই আমরা আধুনিক হই না কেন, ডিকশনারির একটা আলাদাই আভিজাত্য রয়েছে। এমনই ‘ট্রেন্ডিং’ শব্দ ভান্ডারের মাঝে এবার নতুন করে ৭০টি ভারতীয় শব্দকে মান্যতা দিল অক্সফোর্ড অভিধান কর্তৃপক্ষ।
তবে, তার মধ্যে নবতম সংযোজন ‘আচ্ছা’, ‘দিদি’ ও ‘আব্বা’। চলতি বছরের সেপ্টেম্বরে অক্সফোর্ড ডিকশনারি আপডেট করা হয়। সে সময়, নতুন ৭০টি শব্দ জায়গা পেয়েছিল।
তবে এটা প্রথমবার নয়। এর আগেও এরকম প্রচলিত বেশ কয়েকটি শব্দ অক্সফোর্ড ডিকশনারিতে জায়গা পেয়েছিল। বেশকিছু ভারতীয় খাবারের নামও স্থান পেয়েছে সেখানে। তার মধ্যে অন্যতম ‘গোস্ত’, ‘গুলাব জামুন’, ‘কিমা’, ‘মির্চ মসালা’।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zKzi4z
October 27, 2017 at 09:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.