স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে এই প্রথমবার নীলের পরিবর্তে ব্যবহার হল লাল রং

নয়াদিল্লি, ২১ অক্টোবরঃ প্রতিমাসে পিরিয়ডস হওয়াটা যেমন মেয়েদের ক্ষেত্রে স্বাভাবিক, তেমনি স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত, ব্লিডিংয়ে রক্ত নীল বেরোয় না, রক্তের রং হয় লাল।

উল্লেখ্য, এতদিন ধরে জনসমক্ষে পিরিয়ডসের কথা বলা মানেই ছিল ট্যাবু। স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনে, সমস্ত প্রস্তুতকারক সংস্থাই শুটে নীল রং ব্যবহার করত। তবে, সম্প্রতি ব্রিটেনের এক স্যানিটারি ন্যাপকিন প্রস্তুতকারক সংস্থা বিজ্ঞাপনে সেই চিরাচরিত নীল রংয়ের পরিবর্তে লাল রং ব্বহার করেছে।

বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে, প্রথম ২০ সেকেন্ড একটি স্যানিটারি ন্যাপকিনের ওপর লাল রংয়ের তরল ফেলা হচ্ছে। যেটা রক্তের প্রতিচ্ছবি। এরপর দেখা যাচ্ছে এক মহিলা স্নান করছেন, তাঁর পা বেয়ে পড়ছে রক্ত। পিরিয়ডস বা ঋতুস্রাব যে অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা, তা নিয়ে মানুষের মনে যে অস্বস্তি রয়েছে, সেই ট্যাবু ভাঙতেই এই সাহসী উদ্যোগ।

বডিফর্ম নামের সেই সংস্থা #bloodnormal হ্যাশট্যাগ ব্যবহার করে এই বিষয় নিয়ে মানুষের মনের ভুল ধারণা ভাঙার চেষ্টা করেছে। বিজ্ঞাপনটিকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা প্রতিক্রিয়া মিলেছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zr0qW9

October 21, 2017 at 10:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top