সুরমা টাইমস ডেস্ক:: সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এই লক্ষ্যকে সামনে রেখে বিদ্যুৎ বঞ্চিত গ্রাম ও বাড়ি চিহ্নিত করে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হচ্ছে। সরকারের মূল লক্ষ্য প্রতিটি এলাকায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করা।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে উৎপাদন বাড়িয়ে ১৫০০০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ বর্তমানে উৎপাদন হচ্ছে। ফলে আগের মতো আর বিদ্যুতের সমস্যা নেই।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী গত রোববার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর, সিলাম, জালালপুর, মোগলাবাজার ইউনিয়নে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৩০টি গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মাহবুব আলমের সভাপতিত্বে পৃথক পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন, প্রকৌশলী খালিদ আহমদ সরকার, সিলাম ইউপি চেয়ারম্যান ইকরাম হোসেন বখত, জালালপুর ইউপি চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, দাউদপুর ইউপি চেয়ারম্যান এইচ এম খলিল, জেলা আওয়ামীলীগ নেতা শহিদুর রহমান শাহিন, মোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, খিজির খান, পংকি মিয়া, কৃষকলীগ নেতা হাজী দুুদু মিয়া, মোগলাবাজার ইউনিয়ন আ’লীগের সভাপতি শানর মিয়া, সহ সভাপতি অধ্যাপক মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমদ মেম্বার, আব্দুল জব্বার, দাউদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুল হক, জালালপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, সিলাম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক নেছার আলী, সিলাম ইউপির প্যানেল চেয়ারম্যান সাদিক মিয়া, কয়েস আহমদ মেম্বার, আব্দুল হান্নান মেম্বার, শাহেল আহমদ চৌধুরী মেম্বার, আওয়ামীলীগ নেতা তুহিন আহমদ চৌধুরী, জাতীয় পার্টি নেতা নিমার আলী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা নিরুপম চক্রবর্তী শুভ্র, যুবলীগ নেতা মনসুর আহমদ, জাকারিয়াউল হক, ছাত্রলীগ নেতা মোগলাবাজার ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক নন্দন চন্দ্র পাল, রাব্বি আহমদ, মইন উদ্দিন প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2g4hF8z
October 03, 2017 at 12:28AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন