আগামী ৭ই অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুরমা টাইমস ডেস্ক:: টানা ২০দিনের সফর শেষে আগামী ৭ই অক্টোবর দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সকালে লন্ডন হয়ে ঢাকায় ফিরবেন তিনি।

আজ শনিবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,আগামী ৭ই অক্টোবর সকালে লন্ডন হয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রাথমিক সূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর ২রা অক্টোবর দেশে ফেরার কথা ছিল। কিন্তু তার গলব্লাডারে অস্ত্রোপচার করায় দেশে ফেরার তারিখ পেছানো হয়।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ই সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২১শে সেপ্টেম্বর শেখ হাসিনা সাধারণ অধিবেশনে বক্তৃতা করেন; তার আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশ নেন এবং বেশ কয়েকজন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে ২১শে সেপ্টেম্বর ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘের কর্মসূচি শেষে ২২শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ায় যান। সেখানে ছেলে সজীব ওয়াজেদ জয়ের পরিবারের সঙ্গে এক সপ্তাহ কাটিয়ে ২৯শে সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে তার রওনা হওয়ার কথা ছিল।

কিন্তু প্রধানমন্ত্রী ‘হঠাৎ পেটে ব্যথা’ অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করেন এবং ‘গলব্লাডারে অস্ত্রোপচারের’ সিদ্ধান্ত নেন। গত ২৫শে সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রোপচার হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xOdo2j

October 01, 2017 at 12:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top