পর্ন তারকা মিয়া খলিফা এবার ভিন্ন রূপে!

বাংলাদেশ প্রতিদিন ● পর্ন দুনিয়ার তিনি বড় তারকা। কিন্তু নিজেকে শুধু এই দুনিয়ার মধ্যে আটকে রাখতে চান না মিয়া খালিফা। তাই অন্য কিছুর সঙ্গে জড়িত থাকার চেষ্টা করছিলেন। সুযোগও এসে গেল হাতেনাতেই। এবার একটি স্পোর্টস টক শো সঞ্চালনা করতে দেখা যাবে মিয়া খালিফাকে। পর্ন দুনিয়ায় মিয়া খালিফা পরিচিত নাম। ২০১৬ সালে গুগলে তিনি ছিলেন সেই পর্নস্টার যার ছবি সবচেয়ে বেশিবার দেখা হয়েছিল।

মাত্র কয়েকমাস আগে তিনি পর্নহাবে যোগ দিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই চাহিদার দিক দিয়ে প্রথম স্থানে চলে এসেছেন তিনি। দিনকয়েক আগে হিজাব পরে অ্যাডাল্ট শো শুট করায় তিনি বিতর্কে জড়িয়েছিলেন।

কোনও শোয়ের টিআরপি বাড়াতে তাই মিয়ার চেয়ে ভালো আর কে হতে পারে। তাই এই সুযোগ হাতছাড়া করেনি কমপ্লেক্স ম্যাগাজিনের ইউটিউব চ্যানেল। স্পোর্টস টক শোয়ে তাই সঞ্চালনা করতে দেখা যাবে মিয়াকে। তবে তিনি একা নন। তার সঙ্গে শো হোস্ট করবেন আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় গিলবার্ট এরিনাস। ১৬ অক্টোবর থেকে টেলিকাস্ট হবে এই টক শো।

The post পর্ন তারকা মিয়া খলিফা এবার ভিন্ন রূপে! appeared first on Comillar Barta.



from Comillar Barta http://ift.tt/2xH5hRZ

October 15, 2017 at 06:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top