আজ ফের ঋতব্রতকে সিআইডির নোটিশ

কলকাতা, ১৪ অক্টোবরঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের মামলায় অভিযুক্ত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিস পাঠাল সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য আগামী মঙ্গলবার ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আজ গড়ফা এলাকায় সাংসদের বাড়ি গিয়ে নোটিস দিয়ে আসেন সিআইডি আধিকারিকরা।

উল্লেখ্য, সিপিআইএমের বহিষ্কৃত এই সাংসদের বিরুদ্ধে বালুরঘাট থানায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ দায়ের করেন তাঁর একসময়ের বান্ধবী নম্রতা দত্ত। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। ঘটনার তদন্তে নেমে গত ১১ আগস্ট ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠিয়েছিল সিআইডি। পরের দিনই হাজিরা দিতে বলা হয়েছিল। তবে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে তিনি আসতে পারবেন না বলে জানান। আরও সময় চেয়েছিন তিনি।

তবে এই মামলায় তদন্তের স্বার্থে সাংসদকে বেশি সময় দিতে রাজি নন তদন্তকারীরা। তাই আজ পাঠানো হল নোটিশ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xFmcEo

October 14, 2017 at 10:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top