ঢাকা, ০২ অক্টোবর- নতুন সিনেমা ডুব নিয়ে মিশরের একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। সেখান থেকে সোজা ছুটেছেন কানাডায়। পকেট যে শূন্য সেই দিকে খেয়াল ছিল না তার। কানাডা যাওয়ার পর মিশর থেকে একটা মেইল আসে ফারুকীর কাছে। তার অবস্থা হয়েছে এমন পকেটে নাই টাকা, চলে গেলেন কানাডা। বাকিটা নির্মাতার কাছেই শোনা যাক। সোমবার দুপুরে ফেসবুকে ফারুকী শোনালেন পকেটশূন্য হওয়ার ঘটনা। তার ভাষ্যে ভ্যাংকুভারে এসে খুব এনজয় করছি। এখানে আসার পথে একটা মেইল পেলাম মিশর থেকে। মেইলে আমাদেরকে জানানো হয়েছে আমরা নাকি গুরুত্বপূর্ণ কিছু ফেলে এসেছি। এখন জানতে চাচ্ছে কীভাবে পাঠাতে পারে। আমরা বললাম, আমরা তো স্মৃতি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ জিনিস ফেলে আসিনি। ফারুকী লেখেন, ভ্যাংকুভারে হোটেলে চেক ইন করে উপলব্ধি করলাম, স্মৃতির পাশাপাশি আমরা আমাদের যাবতীয় ডলারও ফেলে এসেছি। ফলে আমরা এখন একটা চমৎকার কপর্দকহীন জীবন যাপন করছি। ডুব মিশরের এল গোনা চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়। এতে ফারুকীর সঙ্গে যোগ দেন স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। সিনেমাটি এর আগে অংশ নেয় চীন ও রাশিয়ার উৎসবে। জিতে নেয় একটি পুরস্কারও। ডুব-এর মূল চরিত্রে অভিনয় করেছেন বলিউডের ইরফান খান। আরো আছেন নুসরাত ইমরোজ তিশা, রোকেয়া প্রাচী ও কলকাতার পার্নো মিত্র। প্রযোজনা করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। সহপ্রযোজক হিসেবে আছেন ইরফান খান। সিনেমাটি বাংলাদেশ-ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। পাশাপাশি আরো কয়েকটি দেশে মুক্তি চূড়ান্ত হয়েছে। এআর/১৮:২০/০২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xS9qFO
October 03, 2017 at 12:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top