ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে আগেই ছিটকে পড়েছেন ফাফ ডু প্লেসিস। এবার দক্ষিণ আফ্রিকার জন্য এলো আরো দুঃসংবাদ। পিঠের ইনজুরির কারণে ছয় সপ্তাহের মতো সময় মাঠের বাইরে থাকতে হবে প্রোটিয়া অধিনায়ককে। গত রোববার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান ডু প্লেসিস। সেঞ্চুরির পথে এই স্টাইলিশ ব্যাটসম্যান শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন। ডু প্লেসিস ছিটকে পড়ায় বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন জেপি ডুমিনি। অন্যদিকে ডু প্লেসিসের বদলি হিসেবে স্কোয়াডে ঢুকেছেন ডোয়াইন প্রেটোরিয়াস। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজার ডক্টর মোহামেদ মোজাসি ডু প্লেসিসের ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ডিসেম্বরের শেষের দিকে জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের টেস্ট ম্যাচে তিনি ফিরবেন বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকা। গত রোববার মাশরাফীর করা ইনিংসে ৪১তম ওভারের প্রথম বল ডিপ মিডউইকেটে ঠেলে দিয়ে দুই রান নিতে গিয়ে চোট পান ডু প্লেসিস। লুটিয়ে পড়েন মাটিতে। বেশ কয়েকবার চেষ্টা করেও ঠিকমতো ওঠে দাঁড়াতে পারেননি প্রোটিয়া দলনায়ক। পরে ফিজিও এবং কোচিং স্টাফদের সহযোগিতায় খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন ডু প্লেসিস। শেষদিকে সতীর্থ ডেভিড মিলার কাঁধে তুলে অধিনায়ককে নিয়ে হাঁটা দেন ড্রেসিং রুমের দিকে। আগামীকাল ২৬ তারিখে ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ২৯ তারিখে পচেফস্ট্রুমে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে টাইগার ও প্রোটিয়ারা। এর আগে টেস্ট সিরিজে ২-০ এবং ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা। তথ্যসূত্র: গো নিউজ২৪ আরএস/১০:৩০/২৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yIaMnR
October 25, 2017 at 06:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top