জামিন চাইতে কুমিল্লায় আসবেন খালেদা জিয়া?

কুমিল্লার বার্তা রিপোর্ট ● জামিন চাইতে কুমিল্লায় আসতে পারেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা হামালায় ৮ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় জামিন চাইতে স্বশরীরে তিনি কুমিল্লা আদালতে হাজির হবেন বলে আলোচনা চলছে। ৮ জন নিহতের ঘটনার বিস্ফোরক মামলায় গত ৯ অক্টোবর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কুমিল্লা আদালত।

কুমিল্লার জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা বেগম এ আদেশ দেন। এদিকে, শুক্রবার রাত থেকে বিএনপির অনেক নেতাকর্মী কুমিল্লায় খালেদা জিয়ার আগমন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।

তারা তাদের স্ট্যাটাসের মাধ্যমে কুমিল্লা আদালতে জামিন চাইতে আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার কুমিল্লায় খালেদা জিয়া আসবেন বলে জানাচ্ছেন।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া কুমিল্লার বার্তা ডট কমকে জানান, বেগম জিয়া কুমিল্লায় আসার সম্ভাবনা রয়েছে তবে এখনো অফিসিয়াল কোন ঘোষণা আমরা পাইনি।

ওই মামলার আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, এখন পর্যন্ত আমি যতটুকু জানি কুমিল্লা আদালতের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে ঢাকায় সিনিয়র আইনজীবীদের সাথে আলাপ আলোচনা চলছে। কুমিল্লায় আসার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কুমিল্লায় না এসেও খালেদা জিয়া জামিন চাইতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কুমিল্লার বার্তা ডটকমকে জানান, খালেদা জিয়া চাইলে কুমিল্লায় না এসেও উচ্চ আদালতের মাধ্যমে জামিন চাইতে পারেন।

এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার শনিবার দুপুরে জানান, বেগম জিয়া কুমিল্লা আদালতে জামিন চাইতে যাবেন কিনা তা এখনো অফিসিয়ালি চূড়ান্ত হয়নি। তবে দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, ৯ অক্টোবর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে ৮ যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। পরে এ ঘটনায় ৫৬ জনের নাম উল্লেখ ২০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে মামলা দায়ের করা হয়। মামলায় বেগম খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬ নেতাকে হুকুমের আসামি করা হয়।

খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম চার্জশিট দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণ করে খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

দশম সংসদ নির্বাচনের বছরপূর্তিতে ২০১৫ সালের ৫ জানুয়ারি সমাবেশ করতে বাধা পেয়ে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় থেকে সারাদেশে লাগাতার অবরোধ ডাকেন খালেদা জিয়া। সেই অবরোধের সঙ্গে হরতাল চলে টানা ৯০ দিন। ওই কর্মসূচিতে বহু গাড়ি পোড়ানো হয়, অগ্নিসংযোগ হয় বিভিন্ন স্থাপনায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় শতাধিক মানুষ।

তখন নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে অসংখ্য মামলা করে। তার মধ্যে বেশ কয়েকটিতে খালেদাকে হুকুমের আসামি করা হয়; কুমিল্লার এই মামলা তারই একটি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এবং জামায়াতের সাবেক এমপি সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরও এ মামলার আসামি।

The post জামিন চাইতে কুমিল্লায় আসবেন খালেদা জিয়া? appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.



from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2l4K1Vd

October 21, 2017 at 02:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top