রায়গঞ্জে সবুজে ঢাকা সবুজসাথীর সাইকেল

রায়গঞ্জ, ২৪ অক্টোবরঃ ছাত্র-ছাত্রদের সাইকেলে চেপে স্কুলে যাওয়া আসার জন্য মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প ‘সবুজ সাথী’র আওতায় সাইকেল বিতরণ শুরু করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই নামকরণ করেছিলেন তাঁর স্বপ্নের এই প্রকল্পের। কিন্তু উত্তর দিনাজপুরের রায়গঞ্জে মুখ থুবড়ে পড়েছে এই প্রকল্প। স্থানীয় একটি স্কুলের মাঠে খোলা আকাশের নীচে ফেলে রাখা হাজার দুয়েক সাইকেল জঙ্গলাবৃত হয়ে পরে থেকে নষ্ট হচ্ছ। উদাসীন রায়গঞ্জ ব্লক প্রশাসন।

রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ হাইস্কুলের মাঠে গত আট মাস যাবৎ অন্যান্য স্কুলে ছাত্র-ছাত্রীদের দেওয়ার জন্য রাখা সবুজসাথীর সাইকেল ফেলে রেখেছে রায়গঞ্জ ব্লক প্রশাসন। আগাছায় ভরা সাইকেলের কারণে স্কুলের ভেতর বাড়ছে সাপখোপের উপদ্রব। আতঙ্কের মধ্যে দিয়েই চলছে স্কুলের পঠনপাঠন। বন্ধ হয়ে গিয়েছে স্কুলের খেলাধুলো থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত পাল বলেন, ‘ব্লক প্রশাসন আমাদের বিদ্যালয়ের মাঠ ও কয়েকটি ঘর নিয়ে কয়েক হাজার সাইকেল রেখে দিয়েছে। সাইকেলগুলি নষ্ট হওয়ার পাশাপাশি জঙ্গলাকীর্ণ হয়ে পরেছে স্কুল চত্ত্বর। বাড়ছে সাপের উপদ্রপ। যেকোনোদিন দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা আমাদের ।’ স্কুলের সহকারী প্রধানশিক্ষক ডঃ  শান্তনু প্রামানিক বলেন, ‘বিদ্যালয়ে পড়াশুনা ছাড়াও আরও অন্যান্য অনেক কর্মসূচী থাকে, ছাত্রদের পিটি, খেলাধূলা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান যা প্রায় সাত আটমাস ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে।’ এদিকে স্কুল কর্তৃপক্ষের তরফে রায়গঞ্জ ব্লক প্রশাসনের কাছে বহুবার লিখিত আবেদন করা হলেও উদাসীন প্রশাসন। এবিষয়ে সরাসরি উত্তর দিনাজপুরের জেলাশাসক আয়েষা রানী এ-র কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,  ‘বিষয়টি আমি রায়গঞ্জ ব্লক প্রশাসনের কাছে জানতে চাইব এবং কি কারণে সবুজসাথীর সাইকেল বিতরণ না করে ফেলে রাখা হয়েছে তার তদন্ত করা হবে।’

ছবি ও সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zMbm1w

October 24, 2017 at 03:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top