কলকাতা, ১৩ অক্টোবরঃ ভারতের মাটিতে প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মহাযুদ্ধ। আর সেই মহাযুদ্ধের ফাইনাল হবে ভারতের ফুটবল মক্কায়। ফুটবলপ্রেমী কলকাতাবাসীর তবুও কোথাও একটা মন খারাপ। কলকাতায় যেমন ভারতের খেলা একটাও ছিল না, তেমনি নেই ব্রাজিলের কোনো গ্রুপ লিগের ম্যাচও। ইংল্যান্ড, চিলি, মেক্সিকো, ইরাক, জাপান, নিউ ক্যালেডোনিয়াদের দেখেই সন্তুষ্ট হতে হচ্ছে। ভারত বৃহস্পতিবারই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। কিন্তু ব্রাজিলের খেলা যুবভারতীতে খুব তাড়াতাড়ি দেখতে পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে।
কোয়ার্টার ফাইনালেই হয়তো চলে আসতে পারে সেই সুযোগ। আজ হলুদ জার্সিরা নাইজেরের বিরুদ্ধে ড্র করলেই ‘ডি’ গ্রুপে সেরা হয়ে শেষ করবে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আগামী ১৮ অক্টোবর প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ ব্রাজিল খেলবে কোচিতে। এই ম্যাচের জয়ী দলই ২২ অক্টোবর, রবিবার কোয়ার্টার ফাইনালে খেলবে যুবভারতীতে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zkQA9i
October 13, 2017 at 04:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন