ব্লুমফন্টেইন, ১২ অক্টোবর- একদিনের প্রস্তুতি ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ব্লুমফন্টেইনের উইকেটটা বেজায় রকম ব্যাটিং সহায়ক। বোলারদের জন্য বধ্যভূমি দক্ষিণ আফ্রিকার এই মাঠ যদি ব্যাটসম্যানরা ভুল না করেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশকে ২৫৬ রান করতে হবে। সহজ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সামনে সুবিধা হরে উঠতে পারেননি টাইগার বোলাররা। এ রান তারা করতে নেমেই প্রথমেই ওপেনিং নামা এইডেন মার্করাম ও ম্যাথিউ ব্রিটজ দক্ষিন আফ্রিকার স্কোর বড় করে ১৪৭ রানের জুটি বড় জুটি করে। তাদের মারমুখী ব্যাটিং অসহায় ছিলো বাংলাদেশি বোলারা। ৬৮ বলে ৮২ রান করে নাসিরকে ফিরতি ক্যাচ দিয়েছেন এইডেন মার্করাম ফিরিয়ে দেয় টাইগার বলার নাসির হোসেন। আরেক ওপেনার ম্যাথিউ ব্রিটজকে ৭১ রানে বোল্ড করে টাইগার দলপতি মাশরাফি। এবি ডি ভিলিয়ার্স ৪৩ এবং জেপি ডুমিনি ৩২ রান করে আউট হন। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নেন মাহমুদউল্লাহ। এর আগে, টসে জিতে ব্যাট করে ৪৮.১ ওভারে ২৫৫ রানে গুটিয়ে যায় মাশরাফি বিন মর্তুজার দল। বিরতি কাটিয়ে মাঠে ফেরা সাকিব ৬৭ বলে ৬৮ রানের এক ঝড়ো ইনিংস খেলেন। সাব্বির করেন ৫৪ বলে ৫২ রান। তিনি সাজঘরে ফেরার পর ১২ রান করে আউট হন নাসির হোসেন। শেষদিকে মাশরাফি বিন মর্তুজা ১৩ বলে করেন ১৭ রান। ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ব্লুমফন্টেইনে এই ম্যাচে খেলছেন না তামিম ইকবাল। দক্ষিণ আফ্রিকার স্কোর: ৪৬.৩ ওভারে ২৫৭/৪ বাংলাদেশ স্কোর: ৪৮.১ ওভারে ২৫৫/১০। বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন ও রুবেল হোসেন। দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশে যারা রয়েছেন: জেপি ডুমিনি (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটসকি, এমবুলেলো বুদাজা, এবি ডি ভিলিয়ার্স, রবি ফ্রাইলিঙ্ক, বেউরান হেনড্রিক্স, হেইনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, মালুসি সিবোতো ও খায়া জোন্দো। সূত্রঃ বিডি২৪লাইভ.কম আর/১০:১৪/১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ydLMEJ
October 13, 2017 at 04:58AM
12 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top