কুইটো, ১০ অক্টোবরঃ আগামীকাল ভারতীয় সময় ভোর ৫টায় ইকুয়েডরের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ মেসিদের। এই ম্যাচ জিততে না পারলে রাশিয়ায় বিশ্বকাপে মেসিহীনতার যন্ত্রণা সহ্য করতে হতে পারে ফুটবলপ্রেমীদের।
গ্রুপে ষষ্ঠ স্থানে থাকা আর্জেন্টিনায় সরাসরি যোগ্যতা অর্জন করতে গেলে প্রথম চার দলের মধ্যে শেষ করতে হবে। অথবা পঞ্চম দল হয়ে তারা প্লে-অফ খেলে রাশিয়ার টিকিট পেতে পারে। এই দুইয়ের জন্যই ইকুয়েডরের বিরুদ্ধে শেষ ম্যাচে জেতাটা জরুরি। যদি রাশিয়া যাওয়া নিশ্চিত না করতে পারে আর্জেন্টিনা, তাহলে ১৯৭০-এর পর এই প্রথম তারা বিশ্বকাপে থাকবে না। বিশেষ করে কুইটো এমন একটা জায়গা, যা সমুপদ্রপৃষ্ঠ থেকে ৯০০০ ফুট উঁচুতে এবং আর্জেন্টিনার রেকর্ড কোনও দিনই সেখানে ভাল নয়। শেষ তিন বারের কুইটো সফরে দু’বার হেরেছে তারা। সুতোয় ঝুলছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য। হাজারো আর্জেন্টিনা ফুটবল সমর্থকের প্রত্যাশার চাপ নিয়ে মাঠে নামতে চলেছে মেসিরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yUxGVz
October 10, 2017 at 12:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন