বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠে আসার। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ বাংলাদেশের জন্য একটা সুযোগ। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ বর্তমানে সপ্তম স্থানে রয়েছে। মাত্র এক পয়েন্ট বেশি ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে। ৮৬ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে অষ্টম স্থানে। তিন দলেরই ওয়ানডে সিরিজ চলমান রয়েছে। ফলে সুযোগ রয়েছে র্যাঙ্কিংয়ে ওঠা-নামার। সিরিজে বাংলাদেশ স্বাগতিকদের ৩-০ ব্যবধানে হারাতে পারে তাহলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ১০০। টাইগাররা উঠে যাবে ষষ্ঠ স্থানে। বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯২। অন্যদিকে শ্রীলঙ্কা যদি পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারাতে পারে তাহলে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৯১। আর পাকিস্তানের পয়েন্ট হবে ৮৯। এই সমীকরণেও বাংলাদেশ র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে উঠেতে পারে। তাছাড়া বাংলাদেশ যদি প্রোটিয়াদের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৫। আর যদি কোনোভাবে ২-১ ব্যবধানে মাশরাফি বাহিনী সিরিজ জিতে যায় তাহলে রেটিং পয়েন্ট হবে ৯৭। তাতে পাকিস্তানকে পেছনে ফেলে ছয়ে উঠতে পারবে বাংলাদেশ। তবে পাকিস্তান ষষ্ঠ স্থানেই থাকবে যদি তারা ৫-০ কিংবা ৪-১ ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতে যায়। টেস্টে শ্রীলঙ্কা যেভাবে পাকিস্তানকে ধরাশায়ী করেছে তাতে করে ওয়ানডেতে এই ব্যবধানে পাকিস্তানের পক্ষে সিরিজ জেতা সহজ হবে না। ফলে দক্ষিণ আফ্রিকায় মাশরাফিদের সাফল্যের পাশপাশি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান বাজে সফল করলে ষষ্ঠ স্থানে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। তথ্যসূত্র: ইত্তেফাক এআর/১৯:৫৫/১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2geHYvY
October 13, 2017 at 01:52AM
12 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top