সুুরমা টাইমস ডেস্ক:: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশন ও চিকিৎসা শেষে বাংলাদেশে ফেরার পথে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বাংলাদেশে সময় বেলা তিনটা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা লন্ডনে পৌঁছান।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। লন্ডনে তিন দিন অবস্থানের পর ৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর আগে বাংলাদেশ সময় সকাল ৮টায় লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বিমানমন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
গতকাল প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম ওয়াশিংটন থেকে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইট ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা করবে। ফ্লাইটটি মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় ও স্থানীয় সময় সকাল ১০টায় লন্ডনের হিথ্রো আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২শে সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে রাজধানী ওয়াশিংটনে যান। এখানে এক সপ্তাহ অবস্থানের পর ২রা অক্টোবর লন্ডন হয়ে তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু ২৫শে সেপ্টেম্বর ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচারের কারণে বিলম্ব হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ই সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2g6CwrU
October 03, 2017 at 11:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন