বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু

বহরমপুর, ৫ অক্টোবরঃ সরকারি বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু। ঘটনার প্রতিবাদে ঘাতক গাড়িতে আগুন ধরিয়ে দিল উত্তেজিত জনতা। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি-বহরমপুর রাজ্য সড়কের জীবন্তি এলাকায়।

এদিন বিকেলে স্থানীয় হাটপাড়া এলাকার বাসিন্দা সজীব শেখ জীবন্তি থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। রাস্তা পার হওয়ার সময় হঠাত্ই বহরমপুর-কান্দি গামী একটি সরকারি বাস তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়দের দাবি, জনবহুল এলাকায় প্রচণ্ড গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাজার সংলগ্ন লাগাতার পথ দুর্ঘটনার হাত থেকে রেহাই পেতে বারবার ট্রাফিক পুলিশের কাছে আবেদন জানিয়েও সমস্যার কোনো সুরাহা হয়নি।

এদিকে, ঘটনার প্রতিবাদে ও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ঘাতক গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। এর জেরে কান্দি-বহরমপুর রাজ্য সড়কে সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনাস্থলে কান্দি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার পর থেকে ওই সরকারি বাসের চালকের কোনও খোঁজ পাওয়া যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

ছবি ও সংবাদদাতাঃ মিঠুন হালদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xXVRDp

October 06, 2017 at 01:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top