নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লাবাসীর বহুল প্রত্যাশিত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হলেও নাম চূড়ান্ত না হওয়ার কারনে তা এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। তবে নাম চূড়ান্ত হলে যে কোন দিন কুমিল্লা বিভাগ আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। ময়নামতি, কুমিল্লা অথবা লালমাই – এ তিনটির যেকোন একটি দিয়ে কুমিল্লা বিভাগের নামকরণ করা হবে বলে একাধিক সূত্রে জানা গেছে।
এর আগে চলতি বছরের গত ১৪ ফেব্রুয়ারি একনেকের বৈঠকে শেষে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম ‘ময়নামতি’ হবে বলে জানিয়েছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এসময় সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী বলেন, “আজকে প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, কুমিল্লা বিভাগের নাম ময়নামতি রাখা হবে। ভবিষ্যনতে কোনো জেলার নামে আর বিভাগ হবে না। নতুন নামকরণ করা হবে।”
এর পর থেকেই সরকারে এমন সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামে কুমিল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জেলার বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সবার দাবি, কুমিল্লার নামেই বিভাগ ঘোষণা করতে হবে। অন্য কোনো নামে বিভাগ করলে তারা সেই সিদ্ধান্ত মানবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
এরপর ১৯ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কুমিল্লা বিভাগ হয়ে গেছে। নামকরণের বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেকোন সময় এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।
জানা গেছে ময়নামতি, কুমিল্লা অথবা লালমাই – এ তিনটির যেকোন একটি নামে যেকোন সময় কুমিল্লা বিভাগের আনুষ্ঠানিক ঘোষণা হবে। যার প্রশাসনিক সব কর্মকাণ্ড অনুষ্ঠিত হবে কুমিল্লা মহানগরে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিভাগ ভেঙে কুমিল্লা ও নোয়াখালী নিয়ে আলাদা একটি বিভাগ করা যায় কি না তা যাচাই-বাছাই করতে ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে নির্দেশ দেন। সে আলোকে কুমিল্লাকে বিভাগ করা হয়। সর্বশেষ ২০১৫ সালে ময়মনসিংহকে অষ্টম বিভাগ ঘোষণা করা হয়। আনুষ্ঠানিক ভাবে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হলে তা হবে দেশের নবম বিভাগ।
The post যে কোন দিন কুমিল্লা বিভাগের আনুষ্ঠানিক ঘোষণা appeared first on Comillar Barta.
from Comillar Barta http://ift.tt/2kxxZDu
October 08, 2017 at 08:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন