জওয়ানদের সঙ্গে দেওয়ালি পালন করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ অক্টোবরঃ আগামী ২০ অক্টোবর কেদারনাথ যাত্রা শুরু হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কেদারনাথ মন্দির দর্শন করবেন তিনি। একইসঙ্গে এবছরের দেওয়ালি পালন করবেন আইটিবিপি জওয়ানদের সঙ্গে। দেখা করবেন ভারত-চিন সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গেও।

এবছর কেদারনাথ মন্দিরের সুরক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। খতিয়ে দেখবেন বন্যায় ক্ষতিগ্রস্ত মন্দিরের যাবতীয় উন্নয়ন প্রকল্পগুলি। তবে এখনও তাঁর কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য মেলেনি। এর আগে, মে মাসেও, কেদারনাথ মন্দির দর্শন করেন মোদি।

গতবছরও, ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ বাহিনীর সঙ্গে দেওয়ালি পালন করেন প্রধানমন্ত্রী। উত্তরাখণ্ডের প্রত্যন্ত এলাকায় এক সেনা ছাউনিতে জওয়ানদের সঙ্গে আলোর উত্সব কাটিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম সিয়াচেনে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে দেওয়ালি পালন করেছিলেন মোদি। ২০১৫ সালে ছিলেন পঞ্জাব বর্ডারে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hLQxv9

October 17, 2017 at 05:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top