তদন্তের আশ্বাস পুলিশের, অনশন প্রত্যাহার নাট্যকর্মীর

কলকাতা, ১৪ অক্টোবরঃ প্রতিবাদী নাট্যকর্মীদের আন্দোলনে অনশনে বসেছিলেন এক নাট্যকর্মী জয়রাজ ভট্টাচার্য। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত, রাণুছায়া মঞ্চে একটি সাংবাদিক সম্মেলন ডেকে অনশন প্রত্যাহার করানো হয়েছে জয়রাজ ভট্টাচার্যকে। এব্যপারে অন্যতম নাট্যকর্মী সৌরভ পালধী বলেন, ‘পুলিশ তদন্তের আশ্বাস দিয়েছেন বলেই আমরা অনশন তুলে নিলাম। আশা করছি আগামীকাল আমাদের হাতে এফআইআরের কপি চলে আসবে। কিন্তু ৭২ ঘন্টা পর্যন্ত আমাদের নজরদারি জারি থাকবে। তারপরেও যদি আমরা আশ্বাস পূরণের লক্ষ্য থেকে দূরে আছি বলে মনে করি তখন আরও বৃহত্তর জমায়েত ও গণ অনশনের ডাক দেব।’ সাংবাদিক সম্মেলনে উপস্থিত আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এর সঙ্গে যোগ করেন, ‘শুধুমাত্র নারীকে কুপ্রস্তাব দেওয়া নয়, প্রেমাংশু রায় সরকারি পদের অপব্যবহারও করেছেন। মন্ত্রীর নাম করে হুমকি দিয়েছেন। আইনের চোখে এটিও গর্হিত অপরাধ। থিয়েটারপ্রিয় মানুষজনের এবার ভাবা উচিত থিয়েটার, মহলা বা যেকোনো কাজকর্ম করার সময়, বিশেষ করে নারীর সুরক্ষার স্বার্থে সর্বোচ্চ ন্যায় আদালতের বিশাখা গাইডলাইন মোতাবেক কোনো কোড চালু করা যায় কিনা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আক্রান্তদের অন্যতম পার্থপ্রতীম বসু ও বিতর্কিত ভিডিওটি যার পোস্টে প্রথম পাওয়া যায় সেই পাঞ্চালী করও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2hGq2ah

October 14, 2017 at 09:54PM
14 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top