মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ থেকে :: বিশ্বনাথে সোমবার বিআরডিবি হল রুমে কার্যকরী গ্রাম আদালত পরিচালনা এবং সচেতনতা বৃদ্ধিতেমুখ্য অংশীজনদের ভূমিকা শীর্ষক উপজেলা পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি আর্থিক ও কারিগরি সহযোগিতায় ও উপজেলা প্রশাসন আয়োজিত ওই ফলপ্রস্যূ সভা সম্পন্ন হয়। বিশ্বনাথ উপজেলা কো-অর্ডিনেটর গীতা রানী মোদক এর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিন, বেগম স্বপ্না শাহিন, দাতা সংস্থা ইউএনডিপির সোসিলিটেটার খন্দকার রবিউল আওয়াল নাছিম, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, কৃষি অফিসার আলী নূর রহমান, মসৎ অফিসার সফিকুল ইসলাম ভুঁইয়া, পল্লী উন্নয়ন অফিসার শাহ আলম তালুকদার, যুব উন্নয়ন সহকারী রফিক মিয়া, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাতির আলী, খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার গিয়াসউদ্দিন, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান, আজাদুর রহমান আজাদ মেম্বার, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু,।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক, কলামিষ্ট ও মানবাধিকার কর্মী সাইদুর রহমান সাঈদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব মহিলা মেম্বার রাছনা বেগম, লাকী বেগম, গ্রাম আদালত সহকারী রাবিনা বেগম, মাজহারুল ইসলাম, নুর জাহান বেগম, তানিয়া বেগম, কুলছুমা বেগম, আলেয়া বেগম, রনজিত মালাকার, আব্দুল কাদির সুমন, উদ্যোক্তা সুরমান আলী সুমনসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেছেন, গ্রাম আদালত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আদালত। যে আদালতের মাধ্যমে মানুষ সুষ্ঠ বিচারের আশা করতে পারে। গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ওই প্রকল্পের প্রত্যেক্ষ উপকারভোগী হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠি বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক নারী।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2yCXCJ6
October 23, 2017 at 05:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন