মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: প্রথম দিনের ন্যায় বিশ্ব হাত ধোয়া দিবসের দ্বিতীয় দিনেও ‘পরিচ্ছন্ন হাত, সুন্দর ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বনাথে নানা কর্মসূচী পালন করেছে ‘সূচনা প্রকল্প-আরডিআরএস বাংলাদেশ’। সোমবার সকালে উপজেলা দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হকের সভাপতিত্বে সভায় অংশ নেন সূচনা প্রকল্পের জিসিডিও সুরঞ্জনা সিনহা, এফএফ লিপি আকতার, এসসিএম বাবলী রাণী দাশসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। এসময় হাত ধোয়া প্রদর্শনীতে বিদ্যালয়ের ১৮০জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
কর্মসূচীর অংশ হিসেবে ওইদিন দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের দীঘলী গ্রামের প্রতাপ পালের বাড়ীতে সূচনা প্রকল্পের উপকারভোগী ও গ্রামবাসীর সাথে হাত ধোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। হাত ধোয়া প্রদর্শন করে দেখান সূচনা প্রকল্পের জিসিডিও সুরঞ্জনা সিনহা। হাত ধোয়ার গুরত্ব তুলে ধরেন এফআইডি শ্যামল চন্দ্র রায়। এসময় হাত ধোয়ার শপথ বাক্য পাঠ করান সূচনার এফএফ নজরুল ইসলাম ও কমিউনিটি মবিলাইজার শাকিলা বেগম।
এদিকে, দেওকলস ইউনিয়নের খাসজান কমিউনিটি ক্লিনিকে সূচনা প্রকল্পের উপকারভোগীদের সাথে হাত ধোয়ার গুরুত্ব নিয়ে আলোচনা ও প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সূচনার ইউসি আসাদুজ্জামান, সিএইচসিপি জোয়েনা আক্তার ঝুমু।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gJLw6D
October 17, 2017 at 12:30PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন