জয়পুর, ১৯ অক্টোবরঃ রঙ্গোলি উত্সবে দীপিকার নতুন ছবি ‘পদ্মাবতীর’ নানা পোস্টারে ভরে গিয়েছিল রাজস্থানের বিভিন্ন জায়গা। কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে বেশিরভাগ পোস্টারই। এমন ঘটনায় বেজায় চটে গিয়েছেন দীপিকা পাডুকোন।
সুরাটের এক আর্টিস্ট রঙ্গোলি উত্সবে দীপিকার নানা কাটআউট তৈরি করেছিলেন। টানা দু’দিনের পরিশ্রম জল হয়ে গেল তাঁর। ক্ষিপ্ত দীপিকা বলেছেন, ‘এরকম কাজ সত্যিই মন খারাপ করে দেয়। সমস্ত কাজটাই নষ্ট করে দেওয়া হল।’ এখানেই থেমে থাকেননি দীপিকা। তিনি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানিকে সমস্ত বিষয়টি টুইট করে জানিয়েছেন।
জানা গিয়েছে, গত মঙ্গলবার প্রায় শতাধিক লোক ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে সমস্ত পোস্টার নষ্ট করে দিয়েছে। পদ্মাবতীর প্রথম পোস্টার বেরনোর পরই তা আগুনে পুড়িয়ে দিয়েছিলেন রাজপুতরা। বিক্ষোভকারীদের বক্তব্য, পদ্মাবতী সিনেমায় রানী পদ্মিনীর চরিত্রটিকে বিকৃত করা হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xQaSFL
October 19, 2017 at 04:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন