বানিয়াচঙ্গে বজ্রপাতে সহোদর নিহত

নিজস্ব প্রতিনিধি::

হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে বজ্রপাতে আপন দুই ভাই নিহত হয়েছে। শুক্রবার (১৩ই অক্টোবর) সকাল সাড়ে ৮টায় উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের বাগহাতা হাওরে এ ঘটনা ঘটে । নিহতরা হলেন উপজেলার কাগাপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আক্কাস আলী মিয়ার দুই পুত্র মো.বাবুল মিয়া(২৭) ও ইরফান আলী (১৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে তারা পার্শ্ববর্তী বাগহাতা হাওরে মাছ ধরতে যায়, এই স ময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয় দুই ভাই। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পিআইও প্লাবন পাল।

এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হক বলেন, আমার কাছে খবর আসার পর আমি বানিয়াচং থানার একদল পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zlKK7t

October 13, 2017 at 07:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top