ট্রেনে বাধ্যতামূলক অক্সিজেন সিলিন্ডার, নির্দেশ সুপ্রিমকোর্টের

নয়াদিল্লি, ১৯ অক্টোবরঃ প্রতিটি ট্রেনে বাধ্যতামূলকভাবে রাখতে হবে অক্সিজেন সিলিন্ডার। রেলমন্ত্রককে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। যাত্রীদের শারীরিক প্রয়োজনে, যাতে জীবনদায়ী গ্যাস পেতে পারেন তাই জরুরি অবস্থার কথা মাথায় রেখেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি এএম খানইউলকার এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশের পাশাপাশি চলন্ত ট্রেনে অসুস্থ যাত্রীদের চিকিত্সার ব্যবস্থা রাখারও নির্দেশ দেন। এজন্য শীর্ষ আদালত রেলকে এইমসের সাহায্য নিতেও বলা হয়েছে।

ট্রেনে কোনো যাত্রী অসুস্থ হয়ে বোধ করলে, তা ট্রেনে উপস্থিত টিকিট কালেক্টরকে জানালে সঙ্গে সঙ্গে টিকিট কালেক্টর পরবর্তী স্টেশনের সঙ্গে যোগাযোগ করে মেডিক্যাল সাহায্য চাইবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা হবে চিকিত্সার।

উল্লেখ্য, এর আগে রাজস্থান হাইকোর্টের নির্দেশ ছিল, প্রতিটি দূরপাল্লার ট্রেনে একজন করে মেডিক্যাল অফিসার, একজন নার্স ও একজন অ্যাটেন্ডেন্ট রাখতে হবে। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিমকোর্টে আপিল করেছিল কেন্দ্র। এই আপিলের শুনানীতে রায় দিল শীর্ষ আদালত।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2ytHA44

October 19, 2017 at 06:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top