আগামীকাল থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সুরমা টাইমস ডেস্ক:: সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাসস্ট্যান্ড এলাকার হোটেল তাজমহলে দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জের ধরে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে সিলেট অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।
মঙ্গলবার সন্ধ্যায় সিলেট পরিবহন মালিক, শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ধর্মঘটের ডাক দেন।
মঙ্গলবার সন্ধ্যায় নেতৃবৃন্দ এ ধর্মঘটের ডাক দেয়া হয় বলে জানিয়েছেন সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক। যিনি নিজেও শ্রমিক লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন।
শ্রমিক নেতা সেলিম আহমদ ফলিকের দাবি- ‘হামলাকারীরা যুবলীগ নেতা মহসিন কামরান, সোহেল খান, শামীম, দুলালের নেতৃত্বে এসে হামলা ও লুটপাট চালিয়েছে। তাজমহল হোটেলে ভাংচুর-লুটপাট শেষে পালিয়ে যাওয়ার পথে হামলাকারীরা সেলিমের বিরুদ্ধে স্লোগান দিলে শ্রমিকদের হামলাকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’

জানা যায়, মঙ্গলবার (১৭ই অক্টোবর) বেলা ২ টার দিকে কদমতলি বাস টার্মিনাল এলাকার হোটেল তাজমহলের দখল নিয়ে স্থানীয় পরিবহন শ্রমিক ও আওয়ামী লীগ কয়েকজন নেতার সাথে সংঘর্ষ বাঁধে। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীনসহ (৩০) অন্তত ৫জন আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহীনকে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।
জানা যায়, বাস টার্মিনালের ভেতরের হোটেল তাজমহল নামের একটি রেস্টুরেন্ট দখল নিয়ে দুইপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এই বিরোধ থেকে মঙ্গলবার দুপুরে হামলা চালায় ৭/৮ জন সশস্র যুবক। এতে শাহীনসহ ৫ জন আহত হন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন- কদমতলিতে হোটেলে তাজমহলে একদল যুবক হামলা-ভাংচুর করেছে। এসময় দু’পক্ষের মারামারিতে কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্যে শাহীনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে টার্মিনাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zvOHGN

October 17, 2017 at 10:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top