মুম্বাই, ০২ অক্টোবর- রইস সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন মাহিরা। সম্প্রতি রনবীর কাপুর এর সঙ্গে নাম জরিয়েছে তাঁর। অন স্ক্রিন কেমিস্ট্রির সঙ্গে সঙ্গে নাকি অফ স্ক্রিনেও তাঁরা বেশ হিট। সম্প্রতি এই জুটির একটি সিগারেট খাওয়া ছবি সোশ্যাল সাইটে এখন ভাইরাল। নিউইয়র্কের রাস্তায় তাদের একসঙ্গে সিগারেট খেতে দেখা গিয়েছিল । আর সেই ছবি দেখেই নিন্দুকের দাবি, প্রেম করছেন তাঁরা। যদিও মাহিরার কাছ থেকে এ বিষয়ে কিছুই জানা যায়নি। লস এঞ্জেলসে থাকাকালীন বিয়ে করেন মাহিরা। কিছুদিন পর সেই সম্পর্ক ভেঙে যায় তাঁর। মাহিরা একজন সিঙ্গেল মাদার আর তাঁর ছেলে আজলানই তাঁর জীবনের সব কিছু। অভিনয় আসার আগে নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়েছে মাহিরাকে। তিনি একটি রেস্তোরাঁয় ওয়েট্রেসেরও কাজ করতেন। ঘর ঝাড়া থেকে বাথরুম পরিষ্কার সব কাজই করতে হয়েছিল মাহিরাকে। অবশেষে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। সূত্রের খবর পাকিস্তানে তাঁর জনপ্রিয়তার জন্য সবচেয়ে বেশি পারিশ্রমিক মাহিরাকেই দেন পরিচালকেরা। আর/১০:১৪/০২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2wtVLlo
October 03, 2017 at 05:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top