মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বিশ্বনাথে থানা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় থানা কম্পাউন্ড থেকে র্যালীটি বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম’র সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আখন্দ’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, নিজেদের আন্তরিকতা দিয়ে অপরাধ দমনে পুলিশকে সহযোগীতা করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এলাকার অপরাধীদের চিহিৃত করে তাদের তথ্য পুলিশকে দিতে হবে। পুলিশকে বন্ধু ভেবে অপরাধ দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ হবে সুন্দর ও শান্তির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আব্দুল আহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামিম আহমদ, পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, বিশ্বনাথ উত্তরপাড় অটোরিক্সা স্ট্যান্ডের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, বিশ্বনাথ থিয়েটারের সাধারণ সম্পাদক নবীন সুহেল। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিরাজুল ইসলাম।
সভা ও র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, দশঘর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, খাজাঞ্চী ইউপির সাবেক চেয়ারম্যান পীর লিয়াকত হোসেন, উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মহব্বত আলী, ইউপি মেম্বার, আব্দুল মজিদ, আব্দুল মুমিন মামুন, নূর উদ্দিন, গোলাম আহমদ, আমির আলী, দুলাল মিয়া, চুনু মিয়া, সাবেক মেম্বার আব্দুশ শহীদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, উপজেলা আ’লীগের সাবেক কৃষি সম্পাদক আব্দুল মন্নান, শ্রম বিষয়ক সম্পাদক বশারত আলী বাচা, উপজেলা আঞ্জুমানে আল ইসলাহ’র সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, উত্তরপাড় অটোরিক্সা স্ট্যান্ডের সভাপতি ময়না মিয়া, পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসমত আলী, কমিশনার এমদাদ হোসেন নাঈম, জয়নাল আবেদীন, জাপা নেতা সাইদুর রহমান, সালেহ আহমদ তোতা, বিএনপি নেতা আসাদুুজ্জামান নূর আসাদ, আবুল কালাম রুনু, সংগঠক অনাথ বৈদ্য, মাহফুজুর রহমান দুলু, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন, নূর উদ্দিন,মোঃ আবুল কাশেম, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, আক্তার আহমদ সাহেদ, আব্দুস সালাম, বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ থিয়েটারের সাবেক সভাপতি কামাল মুন্না প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2ibPipq
October 28, 2017 at 05:29PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন