হায়দরাবাদ, ৩ অক্টোবরঃ একটানা বৃষ্টির জেরে রীতিমতো জলমগ্ন গোটা হায়দরাবাদ। ভেঙে পড়েছে ট্র্যাফিক পরিসেবা, নাজেহাল সাধারণ মানুষ। বৃষ্টির জেরে প্রাণ হারিয়েছেন তিন জন। এর মধ্যে রয়েছে ছ’মাসের একটি শিশু।
আবহাওয়া দপ্ততরের হিসাবে, শুধুমাত্র সোমবার বিকেল সাড়ে ৪টা থেকে টানা পাঁচ ঘণ্টায় বৃষ্টি হয়েছে প্রায় ৬৭.৬ মিলিমিটার। হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, বানজারা হিলসে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সি এক ব্যক্তি এবং তাঁর ছ’মাসের শিশুপুত্রের। জনবহুল চারমিনার এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে মুম্বইয়ে সম্প্রতি যা বৃষ্টি হয়েছে, সে তুলনায় নিজামের শহরে কম বৃষ্টি হয়েছে, দাবি আবহাওয়া দপ্তরের। আজ সরকার সেখানকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xXtebE
October 03, 2017 at 01:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন