নয়াদিল্লি, ১৩ অক্টোবরঃ ভারতী এয়ারটেলের সঙ্গে মিশে যাওয়ার সিদ্ধান্ত নিল টাটারা টেলি সারর্ভিসেস। টাটা গোষ্ঠীর কর্ণধার এন চন্দ্রশেখরনের দেওয়া এক সাক্ষাত্কারে এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছিল। আর বৃহস্পতিবারই টাটার তরফে জানানো হয়েছে, আগামী দিনে তাদের মোবাইল পরিসেবা মিশে যাওয়া নিয়ে চুক্তি হয়েছে টাটা গোষ্ঠী ও ভারতী এয়ারটেলের।
পরিকাঠামো তৈরিতে বিপুল খরচ করা সবার পক্ষে কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল। ওই খরচের জেরে বিপুল ঋণের বোঝা চেপে বসতে শুরু করে বিভিন্ন সংস্থাগুলির উপরে। এর কারণে মোবাইল পরিসেবা গুটিয়ে দেওয়ার কথা অনেক দিন ধরেই ভাবতে শুরু করে টাটা। মাঝে গাঁটছড়া ভাঙে ডোকোমোর সঙ্গেও। এ দিনের ঘোষণা তাই একেবারেই অপ্রত্যাশিত ছিল না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2zkwLPv
October 13, 2017 at 02:55PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন