কুলাউড়ায় কর্তব্যরত অবস্থায় পুলিশের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:: মৌলভীবাজারের কুলাউড়া থানায় কর্মরত পুলিশ সদস্য (কনস্টেবল নং-৩৫৯) মোশারফ হোসেন (৫৬) কর্মরত অবস্থায় মারা গেছেন। নিহত মোশারফ নোয়াখালী জেলার সুনাইমুড়ী থানার বারাহিনগর গ্রামের মৃত সফিকুল আলমের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৭টায় কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার রাতে হাজীপুর এলাকায় দায়িত্বপালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোশারফ। পরে তাকে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

কুলাউড়া থানার ওসি (তদন্ত) বিনয় ভূষণ রায় জানান, মৃত পুলিশ সদস্যের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2gdPlDV

October 12, 2017 at 08:39PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top