সুরমা টাইমস ডেস্ক:: সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন কাষ্টঘর এলাকা থেকে ৯ মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সন্তোষপুরের মো. নিমবর আলীর ছেলে বর্তমানে নগরীর খারপাড়া ১৫নং বাসার মো. মোশারফ হোসেন মুছা (৩১), গোপালগঞ্জ জেলার সদর থানার কোটালীপাড়া বাদ্দাবাড়ীর মো. খোকনের ছেলে বর্তমানে সোবহানীঘাট পুষ্টি বেকারীর মো. সুমন (১৯), ব্রাক্ষণবাড়িয়া জেলা নবীনগর থানার বগডহরের হেনু মিয়ার ছেলে বর্তমানে ছড়ারপাড়ের নজরুল ইসলাম মনির এর কলোনীর গিয়াস মিয়া (২৪), সুনামগঞ্জ জেলার দিরাই থানার পাতারিয়ার মৃত জমির মিয়ার ছেলে বর্তমানে কানিশাইল হিরন মিয়ার কলোনীর সোহেল আহমদ (২৮), ঢাকার মিরপুর-১ এর লাল মসজিদ এলাকার মৃত ফজলু মিয়ার ছেলে বর্তমানে লালাদিঘীর পাড় মোল্লা কলোনীর ৯নং বাসার মো. শাখারিয়া (২০), সুনামগঞ্জ জেলার ছাতক থানার বারগুপির মৃত আ. হক’র ছেলে বর্তমানে কুমারগাও বাস টার্মিনাল এলাকার জামাল উদ্দিন (৩২), সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার দুগনইর সবুজ মিয়ার ছেলে বর্তমানে মাছিমপুর শফিক মিয়ার কলোনীর মো. হাবিব (১৮), জালালাবাদ থানাধীন মইয়ার চরের মখন মিয়ার ছেলে এম এ মতুর্জ আলী (৩৮) ও ব্রাক্ষণবাড়িয়া জেলা নবীনগর থানার বাড্ডা এলাকার মো. ওয়াব আলী ছেলে জালাল উদ্দিন (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গৌছুল হোসেন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সঙ্গীয় অফিসার এসআই অনুপ কুমার চৌধুরী, বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই বেনু চন্দ্র দেবসহ অন্যান্য ফোর্সদের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম। অভিযান পরিচালনা করে তারা ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করতে সক্ষম হন।
মেট্রোপলিটন পুলিশ সুত্র জানায়, শহর এলাকার অন্যান্য মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যহত আছে।
গ্রেফতারের পর কোতোয়াীল মডেল থানার এসআই (নিরস্ত্র) অনুপ কুমার চৌধুরী আসামীদের এস.এম.পি এ্যাক্ট ৮৯ ধারা মোতাবেক আদালতে সোপর্দ করেন।
অপরদিকে তিন জনের কাছে গাজাঁ ও ইয়াবা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hPDNaG
October 05, 2017 at 08:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন