কানাডার প্রধানমন্ত্রী পদের দৌড়ে ভারতীয় বংশোদ্ভূত

ওট্টায়া, ৩ অক্টোবরঃ কানাডার রাজনীতিতে জয় জয়কার ভারতীয় বংশোদ্ভূত শিখ জগমিত সিংয়ের (৩৮)। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে রাজনীতির ময়দানে চ্যালেঞ্জ জানাচ্ছেন তিনি। বিরোধী দলের সর্বোচ্চ আসনে বসা জগমিত একজন দারুন বক্তা, স্যোশাল মিডিয়ায় স্বচ্ছন্দ ও মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করেন।

জগমিত সাদা চামড়ার বাইরে প্রথম ব্যক্তি হিসাবে বিরোধী দল নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। তবে বিরোধী দলের নেতা হলেও জাস্টিন ট্রুডোর সরকারেও তিনজন শিখ মন্ত্রী রয়েছেন। সবমিলিয়ে ৩৩৮ জনের হাউস অব কমন্সে ২০ জন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান রয়েছেন যার মধ্যে ১৮ জন শিখ। ফলে অনেকটা লড়াই করতে হবে জগমিতকে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xUI95C

October 03, 2017 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top