বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেলের পদে স্বামীনাথান

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বরঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন ডেপুটি ডিরেক্টর জেনারেল হলেন সৌম্যা স্বামীনাথান। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের ডিরেক্টর জেনারেলের পদ থেকে এবার সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন সৌম্যা স্বামীনাথান। মঙ্গলবার জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়। এই পদটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দ্বিতীয় সর্বোচ্চ পদ।

পেডিয়াট্রিশিয়ান ও ক্লিনিক্যাল সায়েনটিস্ট সৌম্যা স্বামীনাথান তাঁর টিউবারকিউলোসিসের ওপর গবেষণার জন্য বিখ্যাত। ভারতের সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত এমএস স্বামীনাথানের মেয়ে সৌম্যা। গত তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ক্লিনিক্যাল কেয়ার নিয়ে কাজ করছেন তিনি। ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত জেনিভায় ইউনিসেফ-এর হয়েও কাজ করেছেন সৌম্যা স্বামীনাথান। এর আগেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেশ কয়েকটি উপদেষ্টা কমিটির সদস্য থেকেছেন তিনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2xQtNUX

October 04, 2017 at 01:32PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top