ঢাকা, ০৯ অক্টোবর- প্রথম দিনেই সাড়ে ৪ কোটি টাকা আয় করেছে ঢাকা অ্যাটাক। সারাদেশের ১২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে ঢাকা অ্যাটাক। এর মধ্যে নেট সেল ১ কোটি পাঁচ লাখ টাকা। নির্মাতা দিপঙ্কর দীপন নিজেই এ তথ্য জানিয়েছেন। শনিবার ফেসবুকে তিনি লিখেছেন, কাল রাতে মধুমিতা হলের সিনেমা হলের মালিক নওশাদ ভাই ফোন করেছিলেন অভিনন্দন জানানোর জন্য, তা হলে কাল প্রথম দিনেই তিনটা শো হাউসফুল গেছে। এটা রেকর্ড। তিনি আমাকে দোয়া করেছেন। তার আর্শীবাদ মাথা পেতে নিলাম। এ আমার সৌভাগ্য। ঢাকা অ্যাটাকর ডিসট্রিবিউটর অভি কথাচিত্রের অভি সকালে জানালো কাল সারা দেশে প্রায় সাড়ে চার কোটি টাকার উপর টিকেট সেলে হয়েছে। এটা গ্রস সেল, নেট সেল ১ কোটি ৫ লাখ। এটাও রেকর্ড। আজ সকালে বলাকা সিনেমা হলের ম্যানেজার জানালো সাধারণত ২য় দিনে সেল পড়ে যায়। আজ আরো বেড়েছে। সকালে হাউসফুল যাচ্ছে বলাকা। আর/০৭:১৪/০৯ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2y4f0pT
October 09, 2017 at 01:15PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন