নিজস্ব প্রতিনিধি:: সিলেট নগরীর দক্ষিণ সুরমা ধানাধীন ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডসহ বিভিন্ন পাড়া-মহল্লায় দেদারসে ইয়াবা বিক্রি ও সেবন বৃদ্ধি পেয়েছে। ইয়াবা বহন ও বিক্রি সহজলভ্য হওয়াতে দিনে দিনে বাড়ছে মাদক ব্যবসায়ীদের সংখ্যা। পুরুষদের পাশাপাশি নারীরাও নেমেছে ইয়াবা বিক্রি করতে।
জানা যায়- সাধারণত চট্টগ্রাম থেকে এ্যাম্বুলেন্স যোগে, ছোট বাচ্চাদের দামী খেলনার বাক্স, মিস্টির বাক্স, প্রাইভেট গাড়ীর নিচে গোপন বাক্স তৈরী করে দক্ষিণ সুরমা এলাকায় ইয়াবা আসে বলে একটি সূত্রে জানা যায়। ইয়াবা ব্যবসায়ীরা নিজেদের আস্তানায় টেবিল চেয়ার নিয়ে বসে আর তাদের আস্তানা ঘিরে ইয়াবা সেবন ও ক্রেতাদের ভীড় জমে উঠে। একজন ইয়াবা ব্যবসায়ী একসঙ্গে ১৫/২০ হাজার পিস ইয়াবা নিয়ে এলেও খুঁচরা ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে ইয়াবা নিয়ে খুচরা বিক্রি করছে।
ইয়াবা ব্যবসায়ীরা মরননেশা ইয়াবা বিক্রি করে বিলাস বহুল বাড়ী গাড়ীর মালিক হচ্ছেন। ইয়াবা ব্যবসায়ীরা টাকার জোরে প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় চালিয়ে যাচ্ছে তাদের এই কর্মকান্ড।
জানা যায়, অনেক দিন আগে পুরাতন রেলস্টেশনে যে ব্যক্তি কুলির কাজ করত সে হেরোইন ও ইয়াবা ব্যবসা করে আজ বিলাস বহুল গাড়ী আর ৫তলা বিশিষ্ট বিলাস বহুল বাড়ীর মালিক। সেই ইয়াবা ব্যবসায়ীর নাম শহিদ। তার মূল বাড়ী কুমিল্লা জেলায়। তার স্ত্রীর নাম বুলু, সেও তার মত ইয়াবা ও হেরোইন ব্যবসার সাথে জড়িত।
ভার্থখলা এলাকার শাহীন নামে আরেক ইয়াবা ব্যবসায়ীর নাম জানা যায়। শাহিনের স্ত্রীও ইয়াবা ব্যবসার সাথে জড়িত এবং কয়েকদিন আগে ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়। ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে চাঁন্দের বাড়ীর রাবিয়া, স্টেশন রোডের নাছিমা, আনোয়ার, আলম, রহিম, রেবা পরিচিত মুখ।
এদের মধ্যে শহীদ ও বুলু দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে পুরাতন রেলস্টেশনের ভিতরে ব্যবসা করে আসছে। শহীদের শ্বশুরের নাম আকাশ। আকাশ টাংগাইল মধুপুরের বাসিন্দা হলেও সে দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমায় ইয়াবা ব্যবসার সাথে জড়িত। বরইকান্দিতে আকাশের রয়েছে বিলাস বহুল ৪তলা বাড়ী।
এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি মোঃ খায়রুল ফজল জানান, আমি নতুন যোগদান করেছি। সব ধরণের অবৈধ ও অসামাজিক কার্যকলাপ বন্ধে জনসাধারণকে সাথে নিয়ে পুলিশ কোঠার পদক্ষেপ নেবে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2xwPiFV
October 10, 2017 at 08:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন