নয়া দিল্লী, ০৫ অক্টোবর- ভারতের ক্রিকেটে ক্যাপ্টেনের হাতবদল হয়েছে। মহেন্দ্র সিং ধোনির হাত থেকে তা চলে গিয়েছে বিরাট কোহলির হাতে। ভারতীয় ক্রিকেটের ইতিহাস বলছে, নেতৃত্বের হাত বদল হলে পুরনো ও নতুন নেতার সম্পর্ক তলানিতে এসে ঠেকে। কিন্তু ধোনি ও কোহলির সম্পর্কের অবনতি ঘটেনি। সম্পর্ক খুবই ভাল দু জনের। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ধোনির পরামর্শ চান কোহলি। ধোনিও পিছিয়ে থাকেন না। তিনি এগিয়ে আসেন কোহলির সমস্যায়। সবাই জানেন, কোহলিকে চিকু নামে ডাকেন ধোনি। কিন্তু কেন? কোহলির নাম কীভাবে বদলে দিলেন ধোনি? সম্প্রতি আমির খান ও কোহলিকে একটি শোয়ে একসঙ্গে দেখা গিয়েছে। সেই শো চলাকালীন কোহলিই রহস্য ফাঁস করেছেন। সাংবাদিক সমীর অ্যালানা কোহলি যা বলেছিলেন, তা আবার টুইটারে তুলে দিয়েছেন। কোহলি বলেছিলেন, অনূর্ধ্ব ১৭ খেলার সময়ে এমনভাবে চুলের ছাঁট দিয়েছিলাম যে আমার কানগুলো দেখতে বড় লাগত। তখন থেকেই সবাই আমাকে চিকু র্যাবিট বলতে শুরু করে দেয়। তার পরে এমএসডি-ও সেই চিকু নামেই ডাকতে শুরু করে দেন কোহলিকে। আর স্টাম্প মাইক্রোফোনের সৌজন্যে কোহলির নাম চিকু মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। আর/১২:১৪/০৫ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2xg5wYR
October 05, 2017 at 06:50AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top