সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত রাকেশ অস্থানা

নয়াদিল্লি, ২৩ অক্টোবরঃ সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রাকেশ অস্থানা। তিনি পশু খাদ্য কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে গ্রেফতার করেছিলেন। এছাড়াও ১৯৮৪’র ব্যাচের এই আইপিএস অফিসার বহু হাই-প্রোফাইল কেসের তদন্ত করেছেন। রাকেশ অস্থানা ছাড়াও আরও ৮ জন আইপিএস অফিসারের পদন্নোতি হয়েছে।

গতকাল কেন্দ্রীয় মন্ত্রীসভার অ্যাপয়েন্টমেন্ট কমিটি তা মঞ্জুর করে। তাদের মধ্যে গুরুবচন সিং ও অরবিন্দ কুমারকে আইবির স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে। এছাড়া দীপক কুমার মিশ্র ও সুদীপ লাখটাকিয়াকে সেন্ট্রাল রিসার্ভ পুলিশ ফোর্সের স্পেশাল ডিজি নিযুক্ত করা হয়েছে। রাজেশ রঞ্জন ও এ পি মহেশরিকে বিএসএফের স্পেশাল ডিজিতে পদন্নোতি করা হয়েছে।

গত বছর ডিসেম্বর মাসে সিবিআই প্রধানের পদ থেকে অলোক বর্মা অবসর গ্রহণের পর অন্তবর্তী সিবিআই প্রধানের দায়িত্ব সামলান রাকেশ অস্থানা। পরবর্তীকালে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতিরিক্ত প্রধানের পদে নিযুক্ত করা হয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2yKiDB7

October 23, 2017 at 04:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top