নিজস্ব প্রতিবেদক ● নারী নির্যাতন রোধে দরকার মানসিকতার পরিবর্তন, এ বিষয়ে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে, সমাজের সকলকে নারীদের নিরাপত্তায় ভূমিকা রাখতে হবে, ব্র্যাক এর নারী নির্যাতন প্রতিরোধে যুব সমাবেশে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এ কথা বলেন।
ব্র্যাক এর আয়োজনে কুমিল্লায় নারী নির্যাতন প্রতিরোধে যুব সমাবেশ রবিবার সকালে কুমিল্লা টাউন হলে এ অনিষ্ঠত হয়। ব্র্যাক এর আয়োজনে নারী নির্যাতন প্রতিরোধে যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
এমপি বাহার প্রথমে ব্র্যাক এর আয়োজনে ছায়া সংসদ উপভোগ করেন, অনুষ্ঠানে এমপি বাহার বলেন, স্বাধীনতার ৪০ বছর পর এদেশে নারীদের নিরাপত্তার জন্য সেমিনার সমাবেশ করতে হয় এটা অনেক কষ্টের বিষয়, আমরা আজ একটি উন্নত দেশের মানুষ, এ দেশে সকল নারী নিরাপদ, আামার দেশের মেয়েরা এখন সর্বোচ্চ নিরাপদ, মুক্তযোদ্ধের চেতনায় আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
এমপি বাহার আরো বলেন, বাল্য বিবাহ রোধে সমাজের সললের ভূমিকা রাখতে হবে। নারী উন্নয়ন ও নারী শিশু নির্যতান রোধে বর্তমান সরকার বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা হেলেনা নূর, ব্র্যাক এর কর্মসূচী ব্যবস্থাপক সারা খাতুন, ব্র্যাক শিক্ষা কর্মসূচীর ব্যবস্থাপক সাবিনা খাতুন, নারীনেত্রী ফাহমিদা জেবিন। যুব সমাবেশ উপলক্ষে যুবক দের নিয়ে র্যলী শহর পদক্ষন করে।
The post নারী নির্যাতন রোধে দরকার মানসিকতার পরিবর্তন —এমপি বাহার appeared first on Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা.
from Comillar Barta | দেশ সেরা আঞ্চলিক অনলাইন পত্রিকা http://ift.tt/2zgp5Rl
October 29, 2017 at 03:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন