বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা)। লন্ডনে ফিফার বর্ষসেরা খেলোয়াড় ঘোষণা করার আগে এ দলটি ঘোষণা করা হয়। ঘোষণা আসার পরপরই সেরা এ খেলোড়দের সঙ্গে সেল্ফি তুলে উদযাপন করেন আয়োজনের সঞ্চালক ব্রিটিশ অভিনেতা ইদ্রিশ এলবা। একাদশের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার রয়েছেন এতে। অ্যাটাকিংয়ের দায়িত্ব দেয়া হয়েছে বিশ্বের সেরা এ ফুটবলারদের। ২০১৬-১৭ সেশনের ম্যাচগুলোর পারফরমেন্স থেকে বিশ্বের বিভিন্ন স্থানে থাকা ২৪ হাজার প্রফেশনাল ফুটবলাররা ভোট দিয়ে নিজেদের সেরা একাদশটি নির্বাচিত করেন। ৪-৩-৩ ফরমেটে একাদশটি সাজানো হয়েছে। তবে এতে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা পল পগবা ও বার্সেলোনার ফরওয়ার্ড লুইজ সুয়ারেজের। দলটিতে রিয়াল মাদ্রিদের একক আধিপত্য দেখা গেছে। এই স্প্যানিশ ক্লাব থেকেই স্থান পেয়েছেন মোট পাঁচজন ফুটবলার। গেলো বছরের একাদশে তিনটি পরিবর্তন এসেছে। গোলরক্ষক হিসেবে ম্যানুয়েল নয়্যারের জায়গায় এসেছেন জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন, বার্সেলোনার জেরার্ড পিকের জায়গায় এসেছেন এসি মিলানের লিওনার্দো বনোচি এবং লুইস সুয়ারেজের জায়গায় স্থান পেয়েছেন নেইমার। বর্ষসেরা একাদশ-২০১৭ : গোলকিপার: জিয়ানলুইজি বুফন; (জুভেন্টাস/ইতালি) ডিফেন্স: দানি আলভেজ (জুভেন্টাস/পিএসজি/ব্রাজিল), মার্সেলো (রিয়াল মাদ্রিদ/ব্রাজিল), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ/ ব্রাজিল), লিওনার্দো বনোচি (জুভেন্টাস/এসি মিলান/ইতালি) মিডফিল্ড: লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ/কোস্টারিকা), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ/জার্মানি) ও আন্দ্রেস ইনিয়েস্তা (বার্সেলোনা/স্পেন) অ্যাটাক: লিওলেন মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা), নেইমার (বার্সেলোনা/পিএসজি/ব্রাজিল) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ/পর্তুগাল)। ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, কোচ হয়েছেন জিনেদিন জিদান। ওয়াই/এসএস সূত্র: আরটিভি আর/১০:১৪/২৪ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2y4ahjK
October 25, 2017 at 06:02AM
25 Oct 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top